Wednesday, June 12, 2013

পাইকগাছায় মহিলার মৃতদেহ উদ্ধার

উপজেলার পল্লীতে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামের রাস্তার পাশের একটি ডোবায় লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। হতভাগীর নাম কহিনুর বেগম (৩৮)। নিহত কহিনুর বেগম পাতড়াবুনিয়া গ্রামের জনৈক হাশেম আলী গাইনের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বিশ্বাস বলেন, নিহতের শরীরে একাধিক স্থানে রক্তাক্ত ক্ষত চিহ্ন রয়েছে। একই ইউনিয়নের শান্তা গ্রামের মোহর আলী গাজীর কন্যা কহিনুর বেগমেরও দ্বিতীয় স্বামী হাশেম আলী গাইন। বছর খানিক আগে তাদের বিয়ে হয়েছিল। লাশের সুরতহাল দেখে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভাই মোবাইলে বলেন, হাশেম আলী গাইনের বাড়ি থেকে অনেক দূরে ও তার প্রথম স্ত্রীর পিত্রালয়ের সন্নিকটেই লাশটি পড়ে ছিল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু বকর সিদ্দিক বলেন, হত্যা না অন্যকিছু তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এবং সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।