Wednesday, June 12, 2013

পাইকগাছার-কয়রায় হাজার হাজার শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত

দারিদ্রতা, পারিবারিক কলোহ ও সচেতনতার অভাবে উপকূলীয় পাইকগাছা ও কয়রায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে শ্রমজীবী শিশুর সংখ্যা। বর্তমানে দুই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ও নদীতে পোনা ধরাসহ হাজার হাজার শিশু ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে।

অপরদিকে এনএসএ প্রকল্প ও শিশু অধিকার সংরক্ষণ ফোরামের সহায়তায় গত ৩ বছরে শিক্ষার সুযোগ পেয়েছে অধিকার বঞ্চিত ৩ শতাধিক শ্রমজীবী শিশু। এদিকে ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে পাইকগাছা-কয়রার শিশু অধিকার সংরক্ষন ফোরাম উপজেলা পর্যায়ে র‌্যালী, আলোচনা সভা এবং ইউনিয়ন পর্যায়ে শিশু নাট্য উৎসব ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সুত্রমতে, দারিদ্রতার অভাবে চিংড়ী অধ্যুষিত দুই উপজেলার হাজারো শিশু জীবনের ঝুঁকি নিয়ে নদীতে পোনা ধরার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও বন, পরিবহন, ইঞ্জিন ভ্যান ও ভ্যান চালক, মোটর গ্যারেজ, ওয়ার্কসপ (লেদ), নির্মাণ ও গৃহস্থলী কাজের মত ভারী কাজে কর্মরত রয়েছে।

কর্মরত শিশুদের মধ্যে অধিকাংশই রয়েছে শিক্ষার সুযোগ ও বিনোদন থেকে বঞ্চিত। অথচ আর ১০ টি শিশুর মত এদেরও রয়েছে স্বাভাবিক ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার অধিকার। প্রতিষ্ঠানের মালিকরা নিয়মনীতি উপেক্ষা করে স্বস্তা শ্রম হিসাবে এসব কাজে শিশুদের ব্যবহার করে থাকে। বান্দিকাটি গ্রামের শিশু শ্রমিক জেহের আলী জানান অভাব অনটনের কারনে সংসারের খরচ যোগান দিতে গিয়ে গত দু’বছর সে একটি ওয়ার্কসপের দোকানে কর্মরত রয়েছে।

অপরদিকে শিশু শ্রম প্রতিরোধে গত ৩ বছর যাবৎ কাজ করে আসছে প্রদীপন এনএসএ প্রকল্প ও প্রকল্পের অধীন বিভিন্ন শ্রেণী পেশার নিয়ে গঠিত শিশু অধিকার সংরক্ষন ও সাংবাদিক ফোরাম। সংশ্লিষ্ট প্রকল্প ও পৃথক দু’টি সংগঠন এ পর্যন্ত কয়রার উত্তর বেদকাশি, দক্ষিন বেদকাশি, মহেশ্বরীপুর ও পাইকগাছার লতা, দেলুটি ও গড়ইখালীর ৩ শতাধিক শ্রমজীবী শিশুকে শিক্ষার মূল ধারায় অর্ন্তভূক্ত করেছে। সরকারি নানা সুযোগ সুবিধার আওতায় নিয়ে এসেছে তাদের পরিবারকে।

এদিকে ১২ জুন ‘গৃহকর্মে শিশুশ্রমকে না বলুন’ প্রতিপাদ্য বিষয়ের উপর দিবসটি পালনের লক্ষ্যে দু’উপজেলার শিশু অধিকার সংরক্ষন ও সাংবাদিক ফোরাম এবং এনএসএ জাগরণ প্রকল্প পৃথক কর্মসূচী গ্রহন করেছে।

এনএসএ প্রকল্প সমন্বয়কারী আজমল-আল-নূর পাভেল জানান দিবসটি উপলক্ষ্যে উপজেলা সদরে র‌্যালী ও আলোচনা সভা এবং ইউনিয়ন পর্যায়ে র‌্যালী, আলোচনা সভা, শিশু নাট্য উৎসব ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এবারের বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে শিশু আইনের যথাযথ প্রয়োগ ও শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে না লাগানোর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিশু অধিকার সংরক্ষন ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচি।