Thursday, November 14, 2013

কয়রায় ১০ পিকেটারকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড

কয়রা উপজেলার চাঁদ আলী ব্রিজের দণি পাশে গতকাল বুধবার ভোর ৬ টায় ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে রাস্তার পাশে গাছ কেটে, টায়ার জ্বালিয়ে ও ইটের ব্যারিকেড দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকালে কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ পিকেটারকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন। এদের মধ্যে ২জন সাবেক ইউপি সদস্যও রয়েছেন।

কয়রা থানার ওসি (তদন্ত) সুবীর দত্ত জানান, বাগালী ইউপি’র সাবেক সদস্য বিএনপি নেতা রফিকুল ইসলামকে (৪০) ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালত। বাকী ৯ জনের প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন শেখ সোলায়মান কবির (৪০), ইমরান হোসেন (২৫), আবু মুছা (২০), শাহাদাত হোসেন (৩৫), আল আমিন (২৫), আমিরুল ইসলাম (২২), আব্দুল্লাহ (২৫), কবির হোসেন (৩০), টুটুল ওরফে রাজ (২৫)। দন্ডপ্রাপ্তদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।