Thursday, November 14, 2013

পাইকগাছা পৌর সদরে চুরি সংগঠিত

পাইকগাছা পৌর সদরে এক বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করেছে বলে জানা গেছে।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাতিখালী এলাকার ডাঃ আব্দুল মজিদের ভাড়াটিয়া মাওঃ আনিছুর রহমান বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে যায়। এসময় তার স্ত্রীও পাশের একটি বাড়ীতে প্রাইভেট পড়াতে গেলে এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা বাড়ীর ভিতরে প্রবেশ করে বাক্স ভেঙ্গে নগদ ৮ হাজার টাকা সোনা ও রূপার অলংকার চুরি করে পালিয়ে যায়।