Thursday, November 14, 2013

পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবসের র‌্যালী ও আলোচনাসভা

পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা ডায়াবেটিস সেন্টার ও পৌরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীল লেখক সমিতি ভবনে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ। 

জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ শেখ মোঃ শহীদুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন ডাঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ লুৎফর রহমান, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, মাসুদা গ্রুপের (জাপান) চেয়ারম্যান মাসুদা, প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, নূর আলী মোড়ল ও আব্দুল মজিদ বয়াতি।