রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি
পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রাবি জনসংযোগ প্রশাসক ইলিয়াস হোসেন
স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি ভর্তি পরীক্ষার
নতুন তারিখ ও সকল ইউনিটের সময়সূচি ঘোষণা করা হয়।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এ (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-এ (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-বি (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-বি (জোড় রোল নম্বর) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা ইউনিট-ই (বিজোড় রোল নম্বর) ও সকাল সোয়া ১০টা থেকে সোয়া ১১টা ইউনিট-ই (জোড় রোল নম্বর), দুপুর ১২টা থেকে ১টা ইউনিট-ডি (বাণিজ্য: বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-ডি (বাণিজ্য : জোড় রোল নম্বর ও সকল অ-বাণিজ্য রোল নম্বর)।
২৫ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-সি (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-সি (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-এইচ (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-এইচ (জোড় রোল নম্বর)।
২৬ জানুয়ারি রোববার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এফ (বিজ্ঞান গ্রুপ) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-এফ (অ-বিজ্ঞান গ্রুপ), দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ-ইউনিটে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ন্যূনতম ৪০ প্রাপ্তদের লিখিত পরীক্ষার সময়সূচি: ২৭ জানুয়ারি সোমবার বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত পরীক্ষা, চারুকলা এবং নাট্যকলা ও সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
রাবি জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে।
এছাড়াও ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকে জানা যাবে বলেও জানান তিনি।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এ (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-এ (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-বি (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-বি (জোড় রোল নম্বর) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা ইউনিট-ই (বিজোড় রোল নম্বর) ও সকাল সোয়া ১০টা থেকে সোয়া ১১টা ইউনিট-ই (জোড় রোল নম্বর), দুপুর ১২টা থেকে ১টা ইউনিট-ডি (বাণিজ্য: বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-ডি (বাণিজ্য : জোড় রোল নম্বর ও সকল অ-বাণিজ্য রোল নম্বর)।
২৫ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-সি (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-সি (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-এইচ (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-এইচ (জোড় রোল নম্বর)।
২৬ জানুয়ারি রোববার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এফ (বিজ্ঞান গ্রুপ) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-এফ (অ-বিজ্ঞান গ্রুপ), দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ-ইউনিটে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ন্যূনতম ৪০ প্রাপ্তদের লিখিত পরীক্ষার সময়সূচি: ২৭ জানুয়ারি সোমবার বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত পরীক্ষা, চারুকলা এবং নাট্যকলা ও সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
রাবি জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে।
এছাড়াও ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকে জানা যাবে বলেও জানান তিনি।