Tuesday, January 14, 2014

ফকিরাবাদ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

পাইকগাছার ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকের বিরুদ্ধে নানবিধ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক মাহামুদ গাজী’র বাড়ির পাশেই ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির আবস্থান হওয়াই স্থানীয় ব্যক্তি হিসাবে এলাকাবাসীকে উপক্ষা করে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তিনি সার্বক্ষনিক ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠ দান।

এছাড়াও শিক্ষকের বিরুদ্ধে অন্যের সম্পতি জবর-দখল করার অভিযোগে গতকাল ৫ জানুয়ারী তাকে আসামী করে একই এলাকার আবিরুল ইসলাম পাইকগাছায় থানায় মামলা করেন। যার নং ৫। এসব নানাবিধ অভিযোগের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।