সাতক্ষীরার তালার বালিয়াডাঙ্গা ক্লোজার নির্মাণ সম্পন্ন হওয়ায় কপোতাক্ষ নদ
খননে নতুন আশার সঞ্চার হয়েছে। এ কাজ শেষ হওয়ায় পাইকগাছার কপিলমুনি ও তালায়
কপোতাক্ষ ড্রেজিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে এসব এলাকায় ড্রেজিং কাজও শুরু হয়েছে। স্থানীয়রা আগামী বর্ষা মৌসুমের আগে কপোতাক্ষ খনন শেষ করার দাবি জানিয়েছেন।
![]() |
ছবিটি কপিলমুনির গোলাবাড়ি থেকে তোলা। |
সরেজমিন ঘুরে জানা গেছে, প্রায় ৪০ বছরের ব্যবধানে কপোতাক্ষ নদসহ ৮০টি
সংযোগ খাল বিচ্ছিন্ন হয়ে পড়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে দেখা
দেয় পানি শূন্যতা। ষাটের দশকে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ভেড়িবাঁধ,
স্লুইস গেট নির্মাণ এবং অবৈধ দখলে চলে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।
কপোতাক্ষ অববাহিকার তালা উপজেলাসহ ৫টি জেলা যথাক্রমে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও খুলনা জেলার ১৪টি উপজেলার ৭১টি ইউনিয়নের ৮০২টি গ্রামে বসবাসকারী ১৫ লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতির শিকার হচ্ছে। নদ ও সংযুক্ত প্রায় ৮০টি খাল বিচ্ছিন্ন হয়ে পড়ায় লক্ষাধিক জেলে পরিবারের ভাগ্যে নেমে এসেছে চরম দুর্দশা।
এলাকাবাসী জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কপোতাক্ষ নদের খননের ব্যাপারে গ্রহণ করা ২৬২ কোটি টাকার প্রকল্পটি চলমান। তারই ধারাবাহিকতায় কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (প্রথম পর্যায়) সংযোগ খালের উজানে তালার বালিয়াডাঙ্গা এলাকায় ক্লোজার নির্মাণ কাজ শেষ হয়েছে। ৭১ লাখ টাকা ব্যয়ে মাত্র ২০ দিনে কাজ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রাইন এন্টারপ্রাইজ।
এ ক্লোজার নির্মাণের ফলে পাইকগাছার কপিলমুনি, রাড়ুলী, তালায় কপোতাক্ষ খনন সহজতর হবে। চলতি বছরের গত ২৬ মার্চ ক্লোজার ও রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার পর এসব এলাকায় নদ খননও শুরু হয়েছে।
যশোর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গায় ক্লোজার নির্মাণ দ্রুত শেষ হওয়ায় কপোতাক্ষ খনন কাজ শুরু করা সম্ভব হচ্ছে। আমরা আশাকরি বর্ষা মৌসুমের আগে এ কাজে অনেকটা অগ্রগতি হবে।
কপোতাক্ষ অববাহিকার তালা উপজেলাসহ ৫টি জেলা যথাক্রমে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও খুলনা জেলার ১৪টি উপজেলার ৭১টি ইউনিয়নের ৮০২টি গ্রামে বসবাসকারী ১৫ লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতির শিকার হচ্ছে। নদ ও সংযুক্ত প্রায় ৮০টি খাল বিচ্ছিন্ন হয়ে পড়ায় লক্ষাধিক জেলে পরিবারের ভাগ্যে নেমে এসেছে চরম দুর্দশা।
এলাকাবাসী জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কপোতাক্ষ নদের খননের ব্যাপারে গ্রহণ করা ২৬২ কোটি টাকার প্রকল্পটি চলমান। তারই ধারাবাহিকতায় কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (প্রথম পর্যায়) সংযোগ খালের উজানে তালার বালিয়াডাঙ্গা এলাকায় ক্লোজার নির্মাণ কাজ শেষ হয়েছে। ৭১ লাখ টাকা ব্যয়ে মাত্র ২০ দিনে কাজ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রাইন এন্টারপ্রাইজ।
এ ক্লোজার নির্মাণের ফলে পাইকগাছার কপিলমুনি, রাড়ুলী, তালায় কপোতাক্ষ খনন সহজতর হবে। চলতি বছরের গত ২৬ মার্চ ক্লোজার ও রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার পর এসব এলাকায় নদ খননও শুরু হয়েছে।
যশোর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গায় ক্লোজার নির্মাণ দ্রুত শেষ হওয়ায় কপোতাক্ষ খনন কাজ শুরু করা সম্ভব হচ্ছে। আমরা আশাকরি বর্ষা মৌসুমের আগে এ কাজে অনেকটা অগ্রগতি হবে।