Sunday, March 30, 2014

পাইকগাছা কলেজে অনার্স ১ম বর্ষের নবীর বরণ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের অনার্স ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরনে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম।

বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ব্যবস্থাপনা) মো: সেকেন্দার হায়াত, প্রভাষক শহীদূল ইসলাম, মোঃ মোমিন উদ্দীন, জিএম রহমত আলী, আবু রাসেল কাগজী, মোৎ সাইদুর রহমান, তরুন কান্তি মন্ডল, উজ্জ্বল কুমার বিশ্বাস, নিখিল চন্দ্র মন্ডল, আচাবুর রহমান ও বৈশাখী মন্ডল।

নবীন বরণ অনুষ্ঠানে অনার্স ১ম বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।