Monday, March 24, 2014

শনিবার রাতের বৃষ্টিতে পাইকগাছার প্রধান সড়কের অবস্থা

আবার সেই একই ভোগান্তি ! সম্ভবত, আমাদের এলাকার মহামান্য জনপ্রতিনিধিগণ যে সকল গাড়িতে চলাচল করেন, সেগুলিতে উড়বার জন্য পাখা সংযুক্ত করা আছে। (ইচ্ছে হলেই উড়ে চলো বহুদূর !) তাই এই সকল ছোট খাট সমস্যা তাদের নজরে পড়ে না।


ছবিটি বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তোলা। (এই স্থানটুকু অতিক্রম করতে হলে আপনাকে কাদা মাখতেই হবে।)