পাইকগাছায় বনদস্যুসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের
স্বীকারোক্তি মোতাবেক তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ
জানিয়েছে, শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কপিলমুনি বাজার
থেকে রামনগর গ্রামের মোমিন মোড়লের ছেলে বনদস্যু অজিয়ার রহমানকে আটক করে।
এস আই সিরাজ জানিয়েছেন, অজিয়ারের স্বীকারোক্তিতে তার বাড়ীর পিছন থেকে মাটি খুড়ে তিন রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘ দিন যাবত সুন্দরবনে দস্যুবৃত্তি করে আসছিল।
অপরদিকে একই দিন সন্ধ্যায় কপিলমুনি বারুনি মেলায় ছিনতাইয়ের চেষ্ঠাকালে উপজেলার সোলাদানা ইউপির ভ্যাকটমারি গ্রামের ওজিউদ্দীনের ছেলে ওয়েজ ক্রোনি নামে এক যুবককে স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এস আই জালাল জানিয়েছেন পৃথক দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে।
এস আই সিরাজ জানিয়েছেন, অজিয়ারের স্বীকারোক্তিতে তার বাড়ীর পিছন থেকে মাটি খুড়ে তিন রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘ দিন যাবত সুন্দরবনে দস্যুবৃত্তি করে আসছিল।
অপরদিকে একই দিন সন্ধ্যায় কপিলমুনি বারুনি মেলায় ছিনতাইয়ের চেষ্ঠাকালে উপজেলার সোলাদানা ইউপির ভ্যাকটমারি গ্রামের ওজিউদ্দীনের ছেলে ওয়েজ ক্রোনি নামে এক যুবককে স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এস আই জালাল জানিয়েছেন পৃথক দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে।