উপজেলা নির্বাহী অফিসারের
ইন্টারভিউ করার জন্য অপেক্ষা করছিলাম পাইকগাছা উপজেলা পরিষদে। হঠাৎ দেখি
একজন বৃদ্ধ লোক উপজেলা পরিষদের গেটের সিড়িতে হাটু গেড়ে মাথা সিড়িতে ছুঁয়িয়ে
প্রনাম করছেন।
কৌতুহলি হয়ে প্রশ্ন করলাম তাকে, "এভাবে এখানে প্রণাম করার করান কি ?" ভদ্রলোক কানে কম শোনেন।
দ্বিতীয়বার প্রশ্ন করাতে তিনি জানালেন, "আমার জমিজমা নিয়ে মামলা চলছিল এবং আমি একটি ষড়যন্ত্রমূলক হত্যা মামলার ২ নং আসামী। আজ মামলার রায় আমার পক্ষে হয়েছে, তাই এখানে প্রণাম করছি। তাছাড়া আমি সকল হাজিরার তারিখে এখানে প্রণাম করি।"
এছাড়া তিনি তার পরনের ধুতি উচু করে দেখালেন তার দুই পায়ের হাটুতে কালো দাগ পড়ে গেছে এভাবে প্রণাম করতে করতে। একই দাগ স্পষ্ট তার কপালেও। কি ভোগান্তিই না পোহাতে হয়েছে বৃদ্ধ মানুষটিকে !
দ্বিতীয়বার প্রশ্ন করাতে তিনি জানালেন, "আমার জমিজমা নিয়ে মামলা চলছিল এবং আমি একটি ষড়যন্ত্রমূলক হত্যা মামলার ২ নং আসামী। আজ মামলার রায় আমার পক্ষে হয়েছে, তাই এখানে প্রণাম করছি। তাছাড়া আমি সকল হাজিরার তারিখে এখানে প্রণাম করি।"
এছাড়া তিনি তার পরনের ধুতি উচু করে দেখালেন তার দুই পায়ের হাটুতে কালো দাগ পড়ে গেছে এভাবে প্রণাম করতে করতে। একই দাগ স্পষ্ট তার কপালেও। কি ভোগান্তিই না পোহাতে হয়েছে বৃদ্ধ মানুষটিকে !
