Wednesday, May 7, 2014

খুলনা বিভাগে ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

প্রথম পর্বে ফুলতলার পরিবর্তে পাইকগাছার নাম অন্তর্ভুক্তির দাবি


নির্বাচন কমিশন সচিবালয়ে তিনটি যুক্তি দেখিয়ে জেলা নির্বাচন অফিস ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্বে খুলনা জেলার ফুলতলার পরিবর্তে পাইকগাছা উপজেলার নাম অন্তর্ভুক্তির দাবি করেছে। প্রাথমিক পর্যায়ে জেলার কয়রা, রূপসা ও তেরখাদা উপজেলায় হালনাগাদকরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১৫ থেকে ২৪ মে পর্যন্ত প্রথম ধাপে হালনাগাদকরণ কার্যক্রম চলবে।

জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয় ভোটার তালিকা হালনাগাদকরণের জন্য খুলনার কয়রা, তেরখাদা, রূপসা ও ফুলতলা উপজেলার নাম অন্তর্ভুক্ত করে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান গত রবিবার জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক বরাবর এক পত্রে হালনাগাদকরণের প্রথম পর্বে ফুলতলার পরিবর্তে পাইকগাছার নাম অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।

তিনি তার যুক্তিতে উল্লেখ করেন, বর্ষায় বাড়ি বাড়ি ঘোরা দুরূহ, ভৌগলিক অবস্থান এবং দুর্গম এলাকায় যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়বে। ফলে হালনাগাদকরণের প্রথম পর্বে পাইকগাছাকে অগ্রাধিকার দেয়ার অনুরোধ জানান তিনি।

জেলা নির্বাচন অফিসের সূত্রমতে, ২০১৫ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর হবে, তারাই হালনাগাদকরণে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ যাবে। নিবন্ধন ও ছবি তোলার জন্য ভোটারদের তথ্য কেন্দ্রে যেতে হবে।

উল্লেখ্য, সর্বশেষ তালিকা অনুয়ায়ী ভোটার সংখ্যা হচ্ছে রূপসা উপজেলায় ১ লাখ ২১ হাজার ৮৪৯ জন, তেরখাদা উপজেলায় ৭৬ হাজার ১৬২ জন, কয়রা উপজেলায় ১ লাখ ৩৭ হাজার ৫২৮ জন এবং পাইকগাছা উপজেলায় ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন।