সুন্দরবনের কাটকাটা এলাকা থেকে এক বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট
গার্ড পশ্চিম জোনের (মংলা) কর্মকর্তা লে. মোস্তাফিজুর রহমান জানান, গোপন
সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের কয়রা কন্টিনজেন্ট সদস্যরা মঙ্গলবার সকালে কয়রার কাটকাটা এলাকা থেকে সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু রাজু বাহিনীর সদস্য ও ক্যাশিয়ার নজরুল ইসলামকে আটক করে।
এ সময় দস্যু বাহিনীর দুটি ইঞ্জিনচালিত বোট ও আদায়কৃত চাঁদার ৬ লাখ টাকা মূল্যের বাগদার পোনা জব্দ করা হয়। আটক নজরুল দীর্ঘদিন ধরে সাধারণ জেলে-মাঝিদের অত্যাচার ও চাঁদা আদায় করে
আসছিল। জব্দকৃত মাছের পোনা নদীতে ছেড়ে দেয়া হয় এবং আটক দস্যুকে কয়রা থানা
পুলিশে হস্তান্তর করা হয়েছে।