Wednesday, May 7, 2014

কয়রায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গিলাবাড়ী লঞ্চ পল্টন থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ ইফতেখার উদ্দীন (৪০) নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার ওসি সুবির দত্ত, এস.আই নাজমুল হুদা ও এস.আই হাফিজুর রহমান এর নেতৃত্বে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত ইফতেখার খুলনার হাজী মোহসিন রোডের নিহারিকা ভবনের নীচ তলার বাসিন্দা বলে জানা গেছে।

তার পিতার নাম মৃত এহসান উদ্দীন। পেশাদার এ মাদক ব্যবসায়ী সাতক্ষীরা থেকে ফেন্সিডিল এনে খুলনাসহ বিভিন্ন শহরে ফেন্সিডিল কেনাবেচা করে। এ ব্যবসায়ী গত কয়েক মাস আগে ফেন্সিডিল সহ কয়রা থানা পুলিশের কাছে আটক হয়ে জেল হাজতে গেলে জামিনে মুক্তি পেয়ে আবারও ব্যবসা করা কালে ধরা পড়লো।