কপিলমুনি (বিনোদগঞ্জ) কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক সাধারণ
নির্বাচন উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে বিকাশ দাশ সহ-সভাপতি, পবিত্র
মন্ডল সাধারণ সম্পাদক, ফারুক হোসেন ক্রীড়া সম্পাদক, মিলন, সুশান্ত ও রাম
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
সূত্রে প্রকাশ, শুক্ররার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন ভোটার ভোট দেন। ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের ৬টি পদে ভোট গ্রহণ করা হয়। বাকী ৩টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, সভাপতি শেখ আনারুল ইসলাম, কোষাধ্যক্ষ তাপস কুমার হোড় সুনু ও সাংগঠনিক সম্পাদক গোপল চন্দ্র মন্ডল।
এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে বিকাশ দাশ (তালা চাবি) ৬৭ ও বিষ্ণুপদ দাশ (টেলিভিশন) ২৮, সাধারণ সম্পাদক পদে পবিত্র কুমার মন্ডল (চেয়ার) ৬৪ ও দেব কুমার হোড় (গোলাপ ফুল) ৩২, ক্রীড়া সম্পাদক পদে ফারুক হোসেন (ফুটবল) ৮০ ও তপন সরকার (বাই-সাইকেল) ১৩, নির্বাহী সদস্য পদে মিলন কুমার দাশ (টেবিল) ৮৭, সুশান্ত বৈরাগী (কাপ-পিরিচ) ৮৬, রামপদ পাল (কলস) ৭২ ও দেবব্রত সানা (মাছ) ৪৩ ভোট পান।
নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন কপিলমুনি মেহিরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, বণিক সমিতির সাবেক সভাপতি নির্ম্মল মজুমদার ও বণিক সমিতির সাবেক সম্পাদক শেখ আছাদুর রহমান পিয়ারুল।
সূত্রে প্রকাশ, শুক্ররার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন ভোটার ভোট দেন। ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের ৬টি পদে ভোট গ্রহণ করা হয়। বাকী ৩টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, সভাপতি শেখ আনারুল ইসলাম, কোষাধ্যক্ষ তাপস কুমার হোড় সুনু ও সাংগঠনিক সম্পাদক গোপল চন্দ্র মন্ডল।
এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে বিকাশ দাশ (তালা চাবি) ৬৭ ও বিষ্ণুপদ দাশ (টেলিভিশন) ২৮, সাধারণ সম্পাদক পদে পবিত্র কুমার মন্ডল (চেয়ার) ৬৪ ও দেব কুমার হোড় (গোলাপ ফুল) ৩২, ক্রীড়া সম্পাদক পদে ফারুক হোসেন (ফুটবল) ৮০ ও তপন সরকার (বাই-সাইকেল) ১৩, নির্বাহী সদস্য পদে মিলন কুমার দাশ (টেবিল) ৮৭, সুশান্ত বৈরাগী (কাপ-পিরিচ) ৮৬, রামপদ পাল (কলস) ৭২ ও দেবব্রত সানা (মাছ) ৪৩ ভোট পান।
নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন কপিলমুনি মেহিরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, বণিক সমিতির সাবেক সভাপতি নির্ম্মল মজুমদার ও বণিক সমিতির সাবেক সম্পাদক শেখ আছাদুর রহমান পিয়ারুল।