Sunday, June 15, 2014

পাইকগাছায় পল্লী বিদ্যুতের ২৪ হাজার গ্রাহকের সীমাহীন দুর্ভোগ

বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে পাইকগাছা উপজেলাবাসী। বিদ্যুতের ঘন ঘন ট্রিপের কারণে অনেক ইলেকট্রিক সামগ্রী নষ্ট হবার খবর পাওয়া গেছে।

স্থানীয় গ্রাহকরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে যায়, আর তার দেখা মেলে টানা ১২ ঘন্টা পর শনিবার সকাল ৮টায়। এরপর সারাটা দিনই চলে শুধু ট্রিপের খেলা। এই আসে এই যায় অবস্থা।

এদিকে, মেইন তার রক্ষণাবেক্ষণ কাজের জন্য মাইকিং করে গত ১১ জুন থেকে শুরু হয়েছে ভোর থেকে মধ্যাহৃ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা।

সবমিলিয়ে পল্লী বিদ্যুৎ পাইকগাছা জোনাল অফিসের আওতাধীন (পাইকগাছা-কয়রা) প্রায় ২৪ হাজার গ্রাহক পড়েছেন সীমাহীন দুর্ভোগে।