Sunday, June 15, 2014

পাইকগাছায় বনদস্যু’সহ আটক ২; অস্ত্র ও গুলি উদ্ধার

পাইকগাছায় বনদস্যু’সহ দু’ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে থানার এস.আই আব্দুল খালেক অভিযান চালিয়ে আগড়ঘাটা বাজার থেকে শিলেমানপুর গ্রামের বাকের গাজীর পুত্র সাদ্দাম গাজীকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাত দেড়টার দিকে চরমলই ছাকি নামে এক ব্যক্তির চিংড়ী ঘেরের বাসার চালের মধ্যে থেকে একটি পাইপগান, একটি রামদা, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করেন।

অপরদিকে এস.আই রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামের শওকত সানার পুত্র বনদস্যু আলিমকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বসতবাড়ীর পাশের একটি খড়ের গাদা থেকে একটি দেশী তৈরী বন্দুক ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেন।

এ ব্যাপারে ওসি সিকদার আককাছ আলী জানান, এসব ঘটনায় অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।