Sunday, June 15, 2014

৩য় দিনের ৩ ম্যাচে যথাক্রমে কলম্বিয়া, কোস্টারিকা ও ইতালি জয়ী

কলম্বিয়া ৩-০ গোলে জয়ী


বিশ্বকাপ আসরের তৃতীয় দিনে ’সি’ গ্রুপের প্রথম ম্যাচে কলম্বিয়া ৩-০ গোলে গ্রিসকে হারিয়ে শুভ সূচনা করেছে।

৩-১ ব্যবধানে কোস্টারিকার স্বপ্নের জয়


অতীত ইতিহাস ও কৌলিন্যের দাপট ছাপিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে চমকে দিয়েছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

শনিবার নাইট ক্লাবের শহর ফোর্টালেজার অ্যারেনা ক্যাস্টিলাওয়ে বিশ্বকে অবাক করে এডিনসন কাভানি ও দিয়াগো ফোরলানদের ৩-১ ব্যবধানে পরাস্ত করেছে কোস্টারিকানরা।


গতির ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারালো ইতালি


২০তম বিশ্বকাপের তৃতীয় দিনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ফেভারিট ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।

বিশেষজ্ঞদের মতে, এ ম্যাচে আসলে কোনো ফেভারিট না থাকলেও তারা ইংল্যান্ডকে এগিয়ে রাখেন। তবে এ দিন সব দিক দিয়ে তারা ইতালির থেকে পিছিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। তবে ম্যাচে দু’দলের খেলাতেই ছিলো অত্যন্ত গতিময় ছন্দ।