Thursday, July 17, 2014

কয়রায় হরিনের মাংস’সহ আটক ২

কয়রায় হরিনের মাংস’সহ দুই চোরা শিকারীকে বনবিভাগের লোকেরা গ্রেপ্তার করেছে। সোমবার রাত ৯টার দিকে খুলনা রেঞ্জের হায়াত খালী টহল ফাঁড়ীর স্টাফ ১৫ কেজি হরিনের মাংস ও একটি হরিনের মাথাসহ দুই চোরা শিকারীকে আটক করেছে।

আটককৃতরা চৌকুনী গ্রামের করিম গাজীর ছেলে মহাসিন গাজি ও শহর আলী গাজীর ছেলে সাহাবুদ্দিন গাজী। গত কয়েক দিন থেকে নদীতে অস্বাভাবিক ভাবে জোয়ারের পানি বৃ্দ্ধি পাওয়ার কারনে সুন্দরবন সংলগ্ন এলাকার সূযোগ সন্ধানী চোরা শিকারীরা বনের ভেতর ঢুকে হরিন শিকার করে লোকালয়ে মাংস এনে বিক্রি করে।

চোরা শিকারী দুই জনকে আজ বেলা ১০টার সময় কয়রা জুডিসিয়া ম্যাজিস্টেট কোটে হাজির করলে, আদালত আসামীদের জেলহাজতে প্রেরন করেন।