Thursday, August 28, 2014

পাইকগাছায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভা

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ীতে সংগঠনের উপজেলা আহবায়ক ও জেলা সদস্য রবীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত কুমার মন্ডল।

সদস্য সচিব তৃপ্তি রঞ্জন সেন’র পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহবায়ক যথাক্রমে মুরারী মোহন সরকার, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, তপন কুমার বাইন, দেবব্রত মন্ডল, এড. শিবু প্রসাদ সরকার, প্রণব কান্তি মন্ডল, জগদিশ রায়, সদস্য সন্তোষ কুমার সরদার, কৌস্তভ রঞ্জন সানা, অনাথ বন্ধু সরদার, পঞ্চানন সানা, নির্মল চন্দ্র অধিকারী, দেবব্রত রায় (দেবু), এড. পিযুষ কান্তি সরকার, সুকৃতি মোহন সরকার, ডাঃ শংকর দেবনাথ, সাংবাদিক বিভাসিন্ধু সরকার, গৌরাঙ্গ মন্ডল, অখিল মন্ডল, শিক্ষক পবিত্র কুমার মন্ডল, চিত্ত রঞ্জন বাছাড়, শংকর কুমার মন্ডল, প্রশান্ত সরদার, দেবাশীষ কুমার দেবা, ভবতোষ বাছাড়, আন্দ্রিয় ডি রোজারিও প্রমুখ।