Thursday, August 28, 2014

পাইকগাছায় ধুমপায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

পাইকগাছায় ভ্রাম্যমান আদালত বিড়ি সিগারেটের দোকানসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ কবির উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে পৌর বাজারে অভিযান চালিয়ে বিজ্ঞাপন প্রদর্শন করার অভিযোগে তামাক নিয়ন্ত্রন আইনে সিগারেটের দোকান মালিক রফিকুল ইসলামকে ৫০০ টাকা জরিমানা ও প্রচারণামূলক সিগারেটের প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

এছাড়া পাবলিক প্লেসে ধুমপান করার অভিযোগে ধুমপায়ী সুজিত মন্ডলকে ৩০০ টাকা জরিমানা করেন এবং শরীফ হোটেলকে ১০০০ টাকা, উত্তম পাল (কীটনাশকের দোকান) ৫০০০ টাকা, দধিঘর ৫০০ টাকা, কালিমাতা মিষ্টান্ন ভান্ডার ৩০০০ টাকা, মাংস বিক্রেতা সবুর গাজী ২০০০ টাকা, মোটরসাইকেল মালিক ফয়সাল আহম্মেদের নিকট থেকে ৭০০০ টাকা’সহ সর্বোমোট ১৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।