Sunday, March 31, 2013

সোমবার এইচএসসি পরীক্ষা; যশোর বোর্ডের সকল প্রস্তুতি সম্পন্ন

১লা এপ্রিল সোমবার শুরু হচ্ছে সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার যশোর বোর্ডে ১০ টি জেলায় ৫১৬ টি শিক্ষাপ্রতিষ্টানে পরীক্ষার্থী অংশ গ্রহন করছে ১ লাখ ১১ হাজার ১৫৭ জন। এ তুলনায় গত বছর পরীক্ষার্থি ছিল কম। গত বছর এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৭৩২ জন। অর্থাৎ এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ৩ হাজার ৪২৫ জন। সাথে বেড়েছে ১৩ টি কেন্দ্র।

যশোর বোর্ডের ২০১৩ সনের পরীক্ষার্থীর ভিতর ৫৭ হাজার ১শ ১১ জন ছাত্র ৫৪ হাজার ৪৬ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৫৫ জন মানিবিক বিভাগে ৬৯ হাজার ৭৩২ জন বানিজ্য বিভাগে ২৮ হাজার ৪৭০ জন। মোট ২০৪ টি কেন্দ্রে এসমস্ত পরীক্ষার্থীরা অংশ নিবে।


যশোর শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, সব থেকে যশোর জেলায় শিক্ষার্থীর সংখ্যা বেশী। যশোর জেলায় ২০ হাজার ৩৭১ জন, খুলনা জেলায় ১৯ হাজার ৩০৮ জন, বাগেরহাটে ৭ হাজার ৭০৬ জন, সাতক্ষীরায় ১৩ হাজার ২০৮ জন, কুষ্টিয়ায় ১৩ হাজার ৩০৩ জন, চুয়াডাঙ্গা জেলায় ৭ হাজার ১৮২ জনমেহেরপুরে ৩ হাজার ৫২১ জন, নড়াইলে ৫ হাজার ২৫৭ জন, ঝিনাইদাহে ১৪ হাজার ২০৮ জন এবং মাগুরা থেকে অংশ নিবে ৭ হাজার ৮৪ জন।

যশোর শিক্ষাবোর্ড নিয়ন্ত্রক জানান পরীক্ষার সকল কাজ সুষ্টুভাবে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে।