Sunday, March 31, 2013

পাইকগাছায় ভূমি অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় উত্তরনের উদ্যোগে ভূমি অধিকার বিষয়ক এক কর্মশালা রোববার সকালে অজিফা খাতুন কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি কমিটির সভাপতি অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন উদয় শংকর রায়। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল্ ইসলাম।


 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, এ্যাড. জিএ রশিদ, শেখ সাদেকুজ্জামান। বক্তব্য রাখেন-ইউপি সদস্য তোফাজ্জেল সরদার, কমরেড শেখ আব্দুল হান্নান, আজমল হোসেন, পারুল রাণী মন্ডল, আব্দুর রাজ্জাক, সাহিদা বেগম, উত্তরণ কর্মকর্তা আবুল কালাম, সাহাবুদ্দিন মোড়ল ও আজিজুর রহমান।

সভায় বক্তারা ভূমি আইনে জটিলতা দূরীকরণ, ভূমির শ্রেণী পরিবর্তনে স্থানীয়দের সম্পৃক্ততা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, ইউনিয়ন পর্যায়ে ভূমি কমিটি গঠন ও প্রকৃত কৃষকদের মাঝে খাসজমি বন্টনের দাবী জানান।