Sunday, March 31, 2013

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় বিএনপি’র দু’কর্মী আহত

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় বিএনপি সমর্থিত দু’কর্মী আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায়, রোববার সকাল ১০টার দিকে আবুল হোসেন (৩২) ও আব্দুল মজিদ (৩৫) নামের দু’বিএনপি সমর্থিত কর্মী হরতালের কর্মসূচীতে যোগদিতে চাঁদখালী থেকে উপজেলা সদরে মটরসাইকেলযোগে যাওয়ার সময় সরনখালী নামক স্থানে পৌছালে একটি যাত্রীবাহি নছিমন অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে দু’জন মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

খবর পেয়ে স্থানীয় বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ, জেলা বিএনপি নেতা ডাঃ আব্দুল মজিদসহ নেতাকর্মীরা আহতদের দেখতে হাসপাতালে যান।