“হরতাল থাকলেই সপ্তাহের সরকারি ছুটির দিন শুক্র ও
শনিবার ব্যাংক-বীমাসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। অর্থনৈতিক
ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখেই দেশের অর্থনীতিকে সচল রাখার স্বার্থে এ
সিদ্ধান্ত নেয়া হয়েছে,” বলেছেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার বিভিন্ন জাতীয়, দৈনিক ও
ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায়
তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “হরতালের কারণে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ দিতে এবং আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ব্যাংকের সকল এডি (অথোরাইজড ডিলার) শাখা প্রতি শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার শুক্রবারও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহনগুলোও চালু থাকবে।”
অর্থমন্ত্রী বলেন, “হরতালের কারণে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ দিতে এবং আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ব্যাংকের সকল এডি (অথোরাইজড ডিলার) শাখা প্রতি শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার শুক্রবারও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহনগুলোও চালু থাকবে।”
