Sunday, March 31, 2013

পাইকগাছায় বিএনপি’র বিবাদমান দু’গ্রুপের হরতাল সমর্থনে মিছিল

যুবদল নেতা হত্যার প্রতিবাদে খুলনা জেলার ৯টি উপজেলায় রোববার হরতালের ডাক দেয়। এরই অংশ হিসাবে পাইকগাছায় বিএনপি’র বিবাদমান দু’গ্রুপ পৃথক পৃথকভবে রোববর হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছা থানা ও পৌরশাখার উদ্যোগে থানা বিএনপি’র সভাপতি এ্যাড. জিএ সবুরের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন-বিএনপি নেতা অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস।

অপরদিকে পরিবহন চত্ত্বরে থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদের সভাপতিত্বে এক ও মাসুদ পারভেজের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. এম মাফতুন আহমেদ। সমাবেশ শেষে পৃথকভাবে দুটি গ্রুপ বিক্ষোভ মিছিল পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।