Wednesday, April 24, 2013

পাইকগাছায় ১৮ দলের ডাকা ২য় দিনের হরতাল পালিত

পাইকগাছায় বিএনপি’র ডাকা ২য় দিনের হরতাল পালিত হয়েছে। দুলপাল্লার কোন যানবাহন চলাচল করেনি, দোকানপাট, ব্যাংক, বীমার কার্যক্রম ছিল স্বাভাবিক। সকালে পিকেটিং, বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।