মন্ত্রী মরে নাই !! এমপি মরে নাই !! মরে নাই কোন বিশিষ্ট ব্যাবসায়ী !!
আপনিও মরেন নাই !! আমিও মরি নাই !! মরেছে গামের্ন্টস শ্রমিক !!
আরে ওরা তো মরেই !! কয়েক দিন আগেও তো মরলো !! আগুনে পুড়ে মরলো !!
সাংবাদিক ডেকে শোক প্রকাশ করলাম !! আজকেও তো শোক প্রকাশ করলাম !!
ধিক্কার জানাই শোক প্রকাশ করার সংস্কৃতিকে !!!
আপনিও মরেন নাই !! আমিও মরি নাই !! মরেছে গামের্ন্টস শ্রমিক !!
আরে ওরা তো মরেই !! কয়েক দিন আগেও তো মরলো !! আগুনে পুড়ে মরলো !!
সাংবাদিক ডেকে শোক প্রকাশ করলাম !! আজকেও তো শোক প্রকাশ করলাম !!
ধিক্কার জানাই শোক প্রকাশ করার সংস্কৃতিকে !!!