পাইকগাছায়
সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির
দ্বি-মাসিক সভা ও ট্রেনিং-১ অল্টারনেটিভ ক্লাইমেট এ্যাডাবটিভ আইজিএ পৃথক
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গড়ইখালী ইউনিয়ন পরিষদে দূর্যোগ
ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্বে করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন
বি¤শ্বাস।
অপরদিকে ফকিরাবাদে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা, সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক ছফুরা খাতুন, এসএম এ রব, বন্ধু চুলা প্রোগ্রামের এডিএম দিবাকর বিশ্বাস। কর্মশালায় ১০ জন পেশাজীবীকে প্রশিক্ষন প্রদান করা হয়।
অপরদিকে ফকিরাবাদে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা, সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক ছফুরা খাতুন, এসএম এ রব, বন্ধু চুলা প্রোগ্রামের এডিএম দিবাকর বিশ্বাস। কর্মশালায় ১০ জন পেশাজীবীকে প্রশিক্ষন প্রদান করা হয়।