Wednesday, April 24, 2013

পাইকগাছায় বিষপানে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

পাইকগাছায় স্কুল পড়ুয়া এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার রাড়ুলী ইউপি’র শ্রীকন্ঠপুর গ্রামের আলী গাজী'র ৭ম শ্রেণী পড়ুয়া কন্যা তাহেরা খাতুন (১৩) নিজ বাড়ীতে মঙ্গলবার দুপুরে বিষপান করে আত্মহত্যা করেছে। মৃতের পরিবার জানিয়েছে সে মানষিক রোগ যন্ত্রনায় ভূগছিল। রাড়ুলীর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল হাই জানিয়েছেন মৃত্যুর কারন সন্দেহ হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-১১/তাং২৩/০৪/১৩।