Tuesday, June 25, 2013

পাইকগাছায় স্ত্রীকে হত্যা করার অভিযোগে স্বামী আটক

পাইকগাছায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। থানাপুলিশ সুত্রে জানা যায়, উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের মৃত দুলাল সরকারের পুত্র হরিপদ সরকারের সাথে ১০/১২ বছর পূর্বে হরিণখোলা গ্রামের সুরোত চন্দ্র বেরাগীর কন্যা কাঞ্চন সরকারের বিবাহ হয়। ইতোমধ্যে তাদের পরিবারে দু’টি সন্তান রয়েছে।

ঘটনার দিন গত সোমবার দুপুরে হরিপদ বাজার থেকে বাড়ী ফেরার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী কাঞ্চনের সাথে কথাকাটির এক পর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত হয়ে স্বামী হরিপদ মারপিট ও নির্যাতন করলে ঘটনাস্থলেই স্ত্রী কাঞ্চনের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করে। এ ঘটনায় কাঞ্চনের মা নীলা বৈরাগী বাদী হয়ে হরিপদকে আসামী করে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করলে পরেরদিন মঙ্গলবার সকালে পুলিশ ঘাতক স্বামী হরিপদকে আটক করে।

এ ব্যাপারে থানার এসআই খালেক জানান ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে তার শরীরে ক্ষত চিহ্ন দেখে নির্যাতন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।