Tuesday, June 25, 2013

দেলুটী ইউনিয়ন পুনরায় খুলনা-১ আসনভুক্ত

উপজেলার দেলুটী ইউনিয়ন ফের খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসন অন্তর্ভূক্ত হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে অত্র দেলুটী ইউনিয়নসহ উপজেলাবাসীর মাঝে। কেননা উপজেলা পাইকগাছা, অথচ সাংসদ অন্য উপজেলায় হওয়ায় অফিসিয়ালসহ বিভিন্ন কাজকর্মে নানা ভোগান্তির স্বীকার হতে হয় সংখ্যালঘু অধ্যুষিত দেলুটী ইউনিয়নবাসীকে।

উল্লেখ্য, বিগত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে খুলনা-৬ আসন অন্তর্ভূক্ত পাইকগাছার দেলুটী ইউনিয়নকে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) সংসদীয় আসনে অন্তর্ভূক্ত করা হয়েছিল। যদিও এ নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে দু’টি গ্রুপ সক্রিয় ভূমিকায় অবস্থান নেয়। পরে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক গত ৮ ফেব্রুয়ারি দেলুটীকে খুলনা-১ সংসদীয় আসন থেকে স্থানন্তার করে খুলনা-৬ আসনে বহাল রাখার নির্দেশ দেন। সে সময় এ খবর শুনে এলাকাবাসী আনন্দ মিছিল বের করে ও মিষ্টি বিতরন করে।

শেষমেশ দেলুটীর জনৈক ব্যক্তির রীট আবেদনের প্রেক্ষিতে আবারও দেলুটীকে খুলনা-১ সংসদীয় আসন অন্তর্ভূক্ত করা হয়েছে এমন খবরে শুধুমাত্র দেলুটীতে নয় গোটা উপজেলাবাসীর মাঝে এক ধরনের অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। খুলনা-৬ সংসদীয় আসনে অগ্রাধিকার ভিত্তিতে দেলুটীকে বহাল রাখার ব্যাপারে জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।