Tuesday, June 25, 2013

কয়রায় বাগালী ইউপি'র প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বহু কাঙ্খিত কয়রা উপজেলার বাগালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কে ঘিরে গত ১৫ দিন যাবৎ উভয় প্যানেলের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। ফলে পুলিশ মোতায়নের মাধ্যমে রবিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ইউনিয়নটির নির্বাচিত ইউপি সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে বাগালী ইউপি’র ৪, ৫ ও ৬ সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মিসেস রাশিদা পারভীন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার প্রাপ্ত ভোট সংখ্যা- ৬। অপর দিকে প্রতিদ্বন্দি প্রার্থী যুবদল নেতা ইউপি সদস্য মোঃ আশরাফ হোসেন (পল্টু) পেয়েছেন-৫ ভোট।

উল্লেখ্য, নাশকতা মূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের মামলায় ইউনিয়নটির চেয়ারম্যান জামায়াত নেতা মোঃ ওলিউল্লাহ সদ্য বরখাস্ত হওয়ায় ইউনিয়নটিতে চেয়ারম্যানের পদটি শূণ্য দেখা দিলে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের প্রয়োজনীয়তা চলে আসে। সে মোতাবেক সদ্য নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ইউনিয়নটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে।

এদিকে জামায়াতের মামলায় ইউনিয়নটির ৪নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম জেল খানায় রয়েছে। ফলে ঐ জনপ্রতিনিধির অনুপস্থিতিতে ১১ ইউপি সদস্য ও সদস্যাদের সরাসরি ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর আগে গত বুধবার নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ইউনিয়নটির প্যানেল চেয়ারম্যান নির্বাচন হলে উভয় প্যানেল ৫ ভোট করে পায়। নির্বাচনী ফলাফল প্রকাশের পরপরই নির্বাহী কার্য্যালয়ের বাহিরে উভয় প্যানেলের সমর্থকদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। ফলে পুনরায় নির্বাচনের দিন ধার্য্য হলে এই ভোট কে কেন্দ্র করে উপজেলা সদর সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের বাজার-ঘাটে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।