শুক্রবার
সকাল ১০টায় সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে
কপিলমুনি প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ
গ্রহণ সম্পন্ন হয়েছে। এ সময় শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও
কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ শহর আলী গাজী। আর এ শপথ গ্রহনের মধ্যদিয়ে
কপিলমুনি প্রেসক্লাব তার ঐতিহ্যের ধারাবাহিকতায় ২০১৩-২০১৫ সাল পর্যন্ত দু’বছর মেয়াদের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার পেল।
উল্লেখ্য, কার্যকরী পরিষদের ৯টি পদে একটি করে মনোনয়ন পত্র ক্রয় করে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন প্রার্থীরা। এরপর গতকাল শুক্রবার নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার ও কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ শহর আলী গাজী, সহকারী নির্বাচন কমিশনার ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ এবং মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কার্যকরী পরিষদের নব-নির্বাচিত সভাপতি শেখ সালাম, সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম মহব্বত। এ সময় উপস্থিত সদস্যবৃন্দ সুষ্ঠভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করায় নির্বাচন কমিশনারসহ নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান।
উল্লেখ্য, কার্যকরী পরিষদের ৯টি পদে একটি করে মনোনয়ন পত্র ক্রয় করে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন প্রার্থীরা। এরপর গতকাল শুক্রবার নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার ও কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ শহর আলী গাজী, সহকারী নির্বাচন কমিশনার ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ এবং মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কার্যকরী পরিষদের নব-নির্বাচিত সভাপতি শেখ সালাম, সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম মহব্বত। এ সময় উপস্থিত সদস্যবৃন্দ সুষ্ঠভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করায় নির্বাচন কমিশনারসহ নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান।