পাইকগাছার মঠবাটি সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ন
ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে মঠবাটি শ্রী শ্রী
রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ কেন্দ্রের সভাপতি প্রজিৎ
রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন
পরিষদের সভাপতি সমীরন সাধু।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার তাপস কান্তি মন্ডল, পীযুষ কান্তি সাধু, পাইকগাছা সৎসঙ্গের সাধারন সম্পাদক মুক্তি পদ মন্ডল এস পি আর, উজ্জ্বল মন্ডল এস পি আর। প্রধান বক্তা ছিলেন সাতীরা জেলা সৎসঙ্গ কেন্দ্রের উপদেষ্ঠা ডাঃ কালিচরন মন্ডল এস পি আর। বিল্পব সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সুভাষ দেবনাথ, নারায়ন মন্ডল, পরিতোষ বিশ্বাস, গোষ্ট বিহারী বিশ্বাস, পরমানন্দ ঢালী, ডাঃ নিরাপদ কবিরাজ, পূনবান মল্লিক, তীর্থংকর বিশ্বাস, কুমকুম মন্ডল। অনুষ্ঠানে ১৭ জন কৃতি ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার তাপস কান্তি মন্ডল, পীযুষ কান্তি সাধু, পাইকগাছা সৎসঙ্গের সাধারন সম্পাদক মুক্তি পদ মন্ডল এস পি আর, উজ্জ্বল মন্ডল এস পি আর। প্রধান বক্তা ছিলেন সাতীরা জেলা সৎসঙ্গ কেন্দ্রের উপদেষ্ঠা ডাঃ কালিচরন মন্ডল এস পি আর। বিল্পব সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সুভাষ দেবনাথ, নারায়ন মন্ডল, পরিতোষ বিশ্বাস, গোষ্ট বিহারী বিশ্বাস, পরমানন্দ ঢালী, ডাঃ নিরাপদ কবিরাজ, পূনবান মল্লিক, তীর্থংকর বিশ্বাস, কুমকুম মন্ডল। অনুষ্ঠানে ১৭ জন কৃতি ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।