পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউপি’র
একাধিক বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান সরদার রফিক উদ্দিন (৭১) শনিবার
সকাল ৮টা ১৫ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর
সংবাদ হরিঢালীতে পৌছানোর পর মুহুর্তের মধ্যে ইউনিয়ন জুড়ে নেমে আসে ছোকের
ছায়া। জনপ্রিয় এই চেয়ারম্যানের মৃত্যুতে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
পরিবারিকভাবে জানানো হয়েছে, সিঙ্গাপুর থেকে মরহুমের মরদেহ একটি ফ্লাইটে
নিয়ে আসা হচ্ছে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের
পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, মরহুম এস,এম রফিক উদ্দিন একজন শিল্পপতি। তিনি জীবদ্দশায় মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, স্কুল, কলেজ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। এছাড়া উপমহাদেশের প্রখ্যাত আলেম ফুরফুরা শরীফের প্রতিষ্ঠিত মুজাদ্দেদ মিশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হরিঢালী-কপিলমুনি পার্শ্ববর্তী গ্রাম শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে সরদার রফিক উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কপিলমুনির বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
উল্লেখ্য, মরহুম এস,এম রফিক উদ্দিন একজন শিল্পপতি। তিনি জীবদ্দশায় মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, স্কুল, কলেজ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। এছাড়া উপমহাদেশের প্রখ্যাত আলেম ফুরফুরা শরীফের প্রতিষ্ঠিত মুজাদ্দেদ মিশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হরিঢালী-কপিলমুনি পার্শ্ববর্তী গ্রাম শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে সরদার রফিক উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কপিলমুনির বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
