Saturday, June 29, 2013

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা; ৩ জনকে আসামী করে মামলা

পাইকগাছায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার একদিন পর থানায় মামলা হয়েছে। মামলায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামী করা হয়েছে। আহত সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, উপজেলার গঙ্গারকোনা গ্রামের একান্ত রায়ের পুত্র ও দৈনিক গ্রামের কাগজের লতা প্রতিনিধি কৃষ্ণ রায় সম্প্রতি এলাকার সন্ত্রাসী কর্মকান্ডের উপর কয়েকটি রিপোর্ট প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে হুমকি প্রদর্শন করে আসছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা লাঠি-সোটা নিয়ে কাঠামারি বাজারে নাগরিক কমিটির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

এসময় মিঠুন মন্ডল নামে এক যুবক ভাংচুর কাজে বাঁধা দিলে তাকে বেদম মারপিট করলে সাংবাদিক কৃষ্ণ রায় তাকে উদ্ধার করার চেষ্ঠা করলে সন্ত্রাসীরা তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাহিরবুনিয়া গ্রামের ছহিল উদ্দিন গাজীর পুত্র সন্ত্রাসী রাজীব গাজী তার উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে মারাত্মক আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে খবর পেয়ে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, ও সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর তাকে দেখতে হাসপাতালে যান। এ ঘটনায় শুক্রবার সাংবাদিক কৃষ্ণ রায় বাদী হয়ে রাজীব গাজী (৩০)কে প্রধান আসামী এবং কাঠামারি গ্রামের মহিউদ্দিন গাজীর পুত্র আল-আমিন গাজী, গঙ্গারকোনা গ্রামের বিধান সরকারের পুত্র বিপ্লব সরকার(২২) এর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে পাইকগাছা থানায় মামলা করেছে। যার নং-৫৮/১৩।