পাইকগাছা পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট
ঘোষনা করলেন মেয়র সেলিম জাহাঙ্গীর। শনিবার দুপুরে দলিল লেখক মিলনায়তনে
পৌর কাউন্সিলর, নাগরিকবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক
সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মেয়র এ বাজেট ঘোষনা করেন।
পৌরবাসীর সেবা নিশ্চিত করনের জন্য বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১৬ কোটি
১২ লক্ষ্ ৫১ হাজার ৪ শত ৩১ টাকা ৯৬ পয়সা, ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৮৩ ল
৭৯ হাজার ৭ শত ৭ টাকা ৮১ পয়সা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৮ লক্ষ ৭১
হাজার ৭ শত ২৪ টাকা ১৫ পয়সা।
পৌরবাসীর সুপেয় পানি সরবরাহের সর্বোচ্চ অগ্রাধিকার সহ জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পৌরসভাকে রক্ষার জন্য শহর রক্ষা বাঁধ, সুপরিকল্পিত খাল খনন, ড্রেনেজ, ভেড়িবাঁধ নির্মান, বৃক্ষরোপন কর্মসুচি, শিক্ষা কার্যক্রমের প্রসার সহ একাধিক বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এ বাজেটে।
বাজেট ঘোষনা কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার প্রমুখ।
পৌরবাসীর সুপেয় পানি সরবরাহের সর্বোচ্চ অগ্রাধিকার সহ জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পৌরসভাকে রক্ষার জন্য শহর রক্ষা বাঁধ, সুপরিকল্পিত খাল খনন, ড্রেনেজ, ভেড়িবাঁধ নির্মান, বৃক্ষরোপন কর্মসুচি, শিক্ষা কার্যক্রমের প্রসার সহ একাধিক বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এ বাজেটে।
বাজেট ঘোষনা কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার প্রমুখ।