Saturday, June 29, 2013

রূপান্তরের পরিবেশনায় পাইকগাছা সদরে পটগান প্রদর্শনী

শনিবার বিকাল ৫টায় পাইকগাছা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্রমজীবী শিশুদের অধিকার রক্ষায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে রূপান্তর পদ্ধতির “শ্রমজীবী শিশুর” পটগানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় প্রদীপন আয়োজিত জাগরণ প্রকল্পের আওতায় রূপান্তর থিয়েটারের পরিবেশনায় এই পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পাইকগাছা পৌরসভার মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, প্রদীপনের নিবার্হী পরিচালক ফেরদৌসুর রহমান, ইসি সদস্য ফরিদা খানম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সভাপতির দায়িত্ব পালন করেন শিশু অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচি।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও দর্শকরা মনে করেন রূপান্তরের এই পটগান শ্রমজীবী শিশুদের অধিকার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে প্রধান সহায়কের ভূমিকা পালন করবে। তারা এই প্রদর্শনীর মাধ্যমে শিশুদের প্রতি তাদের দায়িত্ব-কর্তব্যর বিষয়গুলো সুস্পষ্ট ভাবে জানতে পেরেছে। যা তাদের শিশুদের জন্য কাজ করার ক্ষেত্রে আরো দায়িত্বশীল করবে।