Saturday, June 29, 2013

২৯ জুন মাইকেল মধুসূদন দত্তের ১৪০ তম মৃত্যুবার্ষিকী

২৯ জুন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪০ তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষ্যে কেশবপুরের সাগরদাঁড়ির মধুসূদন একাডেমীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুরে সাগরদাঁড়িস্থ মধুমূর্তিতে মাল্যদান, সন্ধ্যায় সাগরদাঁড়ির মধুমঞ্চে মধুসূদন স্মরণ সমাবেশ, সংবর্ধনা, মধধূগীতি ও দৃশ্যনাট্য।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারী জমিদার পিতা রাজনারায়ন দত্ত ও মাতা জাহ্নবী দেবীর ঘরে। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলীপুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, মধুসূদনের জন্মবার্ষিকী প্রতিবছর সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ৭ দিনব্যাপী মহা ধুমধামের সাথে পালিত হলেও তার মৃত্যুবার্ষিকীতে সরকারি ভাবে কোন কর্মসূচী না থাকায় মধুপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।