Friday, June 28, 2013

পাইকগাছায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

পাইকগাছায় সন্ত্রাসীরা প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে মারাত্মক আহত করেছে। আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠামারি বাজারে।

সুত্রমতে, দৈনিক গ্রামের কাগজের লতা প্রতিনিধি কৃষ্ণ রায় সম্প্রতি ইউনিয়নের সন্ত্রাসী কর্মকান্ডের উপর প্রতিবেদন প্রকাশ করলে এরই জের ধরে ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক কৃষ্ণ রায় বাড়ীর পাশে কাঠামারি বাজারে অবস্থান করলে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাজীব আকষ্কিক হামলা চালিয়ে জনসম্মুখে তাকে বেদম মারপিট করে মারাত্মক আহত করে। এসময় তাকে ধাওয়া করলে সে পার্শ্ববতী একটি বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে সন্ত্রাসীরা তাকে হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি শেখ আবু বকর সিদ্দিক জানান।