Friday, June 28, 2013

পাইকগাছায় জমি লিখে না দেয়ায় মায়ের উপর পুত্রের হামলা

উপজেলার পল্লীতে জমি লিখে না দেয়ায় পুত্র কর্তৃক বৃদ্ধা মাতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত ২২জুন বিকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অমানবিক ও ঘৃণিত এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে বিধবা মরিয়ম বেগম (৬৫) বাদী হয়ে আদালতে অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, গোপালপুর গ্রামের মৃত ইছাক গাজীর স্ত্রী মরিয়ম বেগমের নামে ১০ কাঠা বিলান জমি রয়েছে। উক্ত জমি লিখে দেয়ার জন্য পুত্র আঃ সবুর গাজী (৪২) বহু আগে থেকে তার মা’র ওপর চাপ সৃষ্টি করে আসছে। মরিয়ম বেগম জমি লিখে না দেয়ায় গত ১৯ জুন পুত্র সবুর গাজী মরিয়ম বেগমের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এতেও ক্ষান্ত হয়নি সবুর গাজী।

গত ২২জুন বিকেলে সবুর ও তার স্ত্রী-সন্তানেরা মিলে অসহায় বৃদ্ধা মরিয়ম বেগমকে বেধড়ক মারপিট করে। শেষমেশ বাধ্য হয়ে মরিয়ম বেগম গত ২৩ জুন উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পুত্র সবুর গাজী, পুত্রবধূ রেহানা বেগম ও সবুরের দু’কন্যা রিপা ও রেশমা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারী করেছেন এবং আগামী ১৪ আগষ্ট আদালতে হাজির হবার নির্দেশ প্রদান করেছেন।