Friday, June 28, 2013

সেপ্টেম্বরে বাঘশুমারী শুরু; ২০০৪-এর গণনানুযায়ী বাঘের সংখ্যা ৪৪০

সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা নিয়ে নানা রকম হিসেব-নিকেশ থাকতে পারে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা। ২০০৪ সালে পায়ের ছাপ অনুসরণ করে তৈরীকৃত শুমারী অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি। 

পায়ের ছাপ একাধিকবার গণনায় আসার কারণে বাঘের প্রকৃত সংখ্যার তারতম্য ঘটে থাকতে পারে। ৪৪০টি বাঘের মধ্যে পুরুষ ১২১টি, স্ত্রী ২৯৮টি এবং ২১টি বাঘ শাবক রয়েছে। এসকল বাঘের মধ্যে সুন্দরবন পশ্চিম বনবিভাগে ২৭১টি এবং পূর্ব বন বিভাগে ১৬৯টি বাঘ রয়েছে।

আগামী সেপ্টেম্বর মাস থেকে ক্যামেরা ফাঁদের মাধ্যমে বাঘশুমারী অনুষ্ঠিত হবে। ওই সময় বাঘের সঠিক এবং প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে বলে মনে করছেন বন বিভাগের সংশ্লিষ্টরা।