Monday, June 16, 2014

পাইকগাছায় যুবককে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা

পাইকগাছা উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গুরুতর আহত আরিজ মোল্লা (২৪) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ূলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামে হামলার ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীকণ্ঠপুর গ্রামের জনৈক কবীর মোল্লার পুত্র সাতক্ষীরা সিটি কলেজে অধ্যায়নরত আরিজ মোল্লা তাদের ঘেরের মাছ বিক্রির প্রায় দু’লাখ টাকা ব্যাংকে রাখার জন্য পাইকগাছা সদরের উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়।

পথিমধ্যে একই গ্রামের যুবক মেহেদী হাসান লাচ্চু, ইমদাদুল ও মুকুল একটি মটরসাইকেলযোগে এসে আরিজ মোল্লাকে বেধড়ক মারপিট করে জখম করে। এ সময় তার কাছে থাকা সমুদয় টাকা ছিনিয়ে নিয়ে যায় দুস্কৃতকারীরা।

গুরুতর আহতাবস্থায় আরিজ মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়।