পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাদ্যদ্রব্য রাখা এবং
ঔষধের দোকানের লাইসেন্স নবায়ন না করার অপরাধে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স নবায়ন না করার
অপরাধে গতকাল রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের হাসপাতাল রোডে
লুৎফরের দোকান থেকে ৫ হাজার, জাকিরের দোকান থেকে ২ হাজার ও কায়ুমের দোকান
থেকে ১ হাজার টাকা এবং একই এলাকার শরিফুলের ভ্যরাইটি ষ্টোর মেয়াদ উর্ত্তীণ
খাদ্য দ্রব্য রাখার অপরাধে ৩ হাজার টাকা করে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা
আদায় করেছে।
এ সময় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম।
এ সময় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম।