Tuesday, July 22, 2014

কয়রায় হোগলার খাল জলমহলটি অবমুক্ত করার দাবি

কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা মৌজার অধীন হোগলার খাল জলমহলটি খাস কালেকশনের কবল থেকে অবমুক্ত করে সেটি উম্মুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় জনসাধারণ। এ ব্যাপারে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০ একরের বেশী আয়তনের হোগলার খাল হতে পানি নিয়ে এলাকার সর্ব সাধারণ প্রায় ৫ হাজার একর জমিতে ঘের ব্যবসা পরিচালনা করে আসছে। এতে লোকজন আর্থিকভাবে স্বচ্ছলতা ফিরে পেতে শুরু করেছে।

সম্প্রতি গৌতম কুমার সরদার দিং এর নিকট জলমহলটি খাস কালেকশনে দেয়ায় এলাকার হাজার হাজার মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে লিখিত আবেদনে উল্লেখ করা হয়।

এ জন্য সর্বসাধারণের আশা আকাংখার প্রতি খেয়াল রেখে হোগলার খাল জলমহল হতে খাস আদায়ের আদেশ বাতিল করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন মহেশ্বরীপুর এলাকার ভূক্তভোগী লোকজন।