কপিলমুনিতে কসমেটিকস্ ব্যবসার আড়ালে গাজার ব্যবসা চালাতে গিয়ে গাজা সম্রাট
অমর সাধু অটকের পর এবার লন্ড্রি ব্যাবসা আড়ালে করা আরেক গাঁজা ব্যবসায়ীকে
আটক করে শ্রীঘরে দিয়েছে ফাড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জামাল দীর্ঘদিন ধরে লন্ড্রি ব্যবসা আড়ালে গাঁজার ব্যবসা করে আসছে। ইতোপূর্বে সে গাজাসহ পুলিশের কাছে বেশ কয়েক বার ধরা পড়ে জেল খাটে। কিছু দিন আগে সে জেল থেকে বাড়ী এসে আবারো পূর্বের ব্যবসায় ফিরে যায়।
লন্ড্রি ব্যবসার আড়ালে গাঁজা সহ মাদকের ব্যাবসা অনায়াসে চালিয়ে যাচ্ছিল। কিন্তু ব্যাবসার প্রসার বৃদ্ধির জন্য সে সিংহ বাড়ির পার্শ্বে রেজাকপুরের মধ্যে একটি গোপন জায়গায় আরো একটি শাখা খুলে বসে। লন্ড্রি ব্যাবসা কমিয়ে জোরে সোরে মদ, গাঁজা, ফেনসিডিলের ব্যাবসা শুরু করে।
এদিকে এ সংবাদ কপিলমুনি ফাড়ি পুলিশ জানতে পেরে গতকাল সোমবার বিকাল ৫টায় এস.আই হাসমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রেজাকপুরে তার গোপন আস্থানায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ঝাপটে ধরে তার দেহ তল্লাশি করে ২৪ পুরিয়া গাঁজা’সহ আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, জামাল দীর্ঘদিন ধরে লন্ড্রি ব্যবসা আড়ালে গাঁজার ব্যবসা করে আসছে। ইতোপূর্বে সে গাজাসহ পুলিশের কাছে বেশ কয়েক বার ধরা পড়ে জেল খাটে। কিছু দিন আগে সে জেল থেকে বাড়ী এসে আবারো পূর্বের ব্যবসায় ফিরে যায়।
লন্ড্রি ব্যবসার আড়ালে গাঁজা সহ মাদকের ব্যাবসা অনায়াসে চালিয়ে যাচ্ছিল। কিন্তু ব্যাবসার প্রসার বৃদ্ধির জন্য সে সিংহ বাড়ির পার্শ্বে রেজাকপুরের মধ্যে একটি গোপন জায়গায় আরো একটি শাখা খুলে বসে। লন্ড্রি ব্যাবসা কমিয়ে জোরে সোরে মদ, গাঁজা, ফেনসিডিলের ব্যাবসা শুরু করে।
এদিকে এ সংবাদ কপিলমুনি ফাড়ি পুলিশ জানতে পেরে গতকাল সোমবার বিকাল ৫টায় এস.আই হাসমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রেজাকপুরে তার গোপন আস্থানায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ঝাপটে ধরে তার দেহ তল্লাশি করে ২৪ পুরিয়া গাঁজা’সহ আটক করে।