Wednesday, August 20, 2014

পাইকগাছায় একই পরিবারের ৩ জনকে অচেতন করে সর্বস্ব লুট

পাইকগাছায় একই পরিবারের ৩ জনকে অচেতন করে নগদ অর্থসহ সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের হরিনখোলা গ্রামে।

থানা পুলিশ ও এলাকাসুত্রে জানা গেছে, ঘটনারদিন রাতে দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দিলে রাতে খাওয়ার পর ডিহিবড়ুয়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক মঙ্গল সরদারের পরিবারের সকলেই অচেতন হয়ে পড়লে এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের ভিতরে থাকা বাক্স ও আলমারি ভেঙ্গে নগদ অর্থসহ সর্বস্ব লুট করে পালিয়ে যায়।

পরে বুধবার সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় মঙ্গল সরদার (৪৮), স্ত্রী টুকু রাণী সরদার (৩৫) ও সপ্তম শ্রেণী পড়ুয়া কন্যা রাখি সরদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনাটি খতিয়ে দেখছেন বলে থানার এস.আই জালাল খান জানান।