Wednesday, August 20, 2014

প্রধানমন্ত্রীর শাড়িকে ‘পাখি ড্রেস’ বলায় রিমান্ডে

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটুক্তি করার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে শামসুজ্জোহা (৪৩) নামে এক ব্যক্তিকে। তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৫ দিন মঞ্জুর করেন।

কাফরুল থানার ওসি জানান, মঙ্গলবার গুলশান থানার এসআই মো. ইব্রাহিম খলিল এ বিষয়ে একটি মামলা (নং-৩৭, ১৯/৮/১৪) করেন। তথ্য প্রযুক্তি আইনে মামলাটি করা হয়।

ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ জানান, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মঙ্গলবার ভাটারায় তার কর্মস্থল থেকে শামসুজ্জোহাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হলে আদালত ৫ দিন মঞ্জুর করেন।

ফেসবুকে প্রধানমন্ত্রীর শাড়ি ও চাদর পরা একটি ছবিতে শামসুজ্জোহা মন্তব্য করেন, ‘আচ্ছা, এটাই কি পাখি ড্রেস?’ এর আগেও তিনি ফেসবুকে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন বলে জানান আবু ইউসুফ।